আধুনিক ভারত (modern india) থেকে আরো প্রশ্ন

Show Important Question


21) ব্রিটিশ নিরাপত্তা বাহিনীর জমিয়ে রাখা অস্ত্র শস্ত্র কোন জায়গা থেকে সূর্য সেনের একটি বাহিনী কর্তৃক লুট করা হয়েছিল ?
A) মেদিনীপুর
B) ঢাকা
C) চট্টগ্রাম
D) কোনটিই নয়

22) নিম্নলিখিত কোন দ্বীপমালাসমূহকে আজাদ হিন্দ ফৌজের পরিচালক নেতাজী সুভাষ বোস ’শহীদ দ্বীপ’ নামকরণ করেছিলেন
A) আন্দামান
B) নিকোবর
C) লাক্ষাদ্বীপ
D) কোনটিই নয়

23) বর্তমানের কোন রাজ্যে প্রফুল্ল চাকী এবং ক্ষুদিরাম বোস ব্রিটিশ অফিসারকে হত্যার জন্য গাড়ীতে বোমা নিক্ষেপ করেছিলেন ?
A) পশ্চিমবাংলা
B) উত্তর প্রদেশ
C) বিহার
D) কোনোটিই নয়

24) তিলক স্বরাজ্য তহবিল কখন গঠিত হয়?
A) অসহযোগ আন্দোলনের সময়
B) আইন অমান্য আন্দোলনের সময়
C) ডাণ্ডি মার্চের সময়
D) ভারত ছাডো আন্দোলনের সময়

25) কে সর্বপ্রথম বয়কট-এর আহ্বান জানায় ?
A) কৃষ্ণকুমার মিত্র
B) নবগোপাল মিত্র
C) মহাত্মা গান্ধী
D) সরোজিনী নাইডু

26) who among the following was not a member of Cabinet Mission. / নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না?
A) Sir Stafford Cripps/ স্যার স্ট্যাফোর্ড ক্লিপস
B) Lord Wavell/ লর্ড ওয়েভেল
C) Sir Pethic Lawrence/ স্যার প্যাথিক লরেন্স
D) A. V. Alexandar/ এ ভি আলেকজান্ডার

27) The National Conference in Calcutta was held to raise National Fund in the year / “ন্যাশনাল ফান্ড” তোলার জন্য ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছিল
A) 1883/ 1883
B) 1884/ 1884
C) 1885/ 1885
D) 1905/ 1905

28) Which two revolutionaries were involved in the Muzaffarpur Murder (1908)? / মুজফফরপুর খুন (1908)-এর সাথে কোন্ দুই বিপ্লবী জড়িত ছিলেন?
A) Binoy Bose, Badal Gupta/ বিনয় বসু ও বাদল গুপ্ত
B) Surya Sen, Lokenath Bal/ সূর্যসেন ও লোকনাথ বল
C) Damodar and Balakrishna Chepekar/ দামোদর চাপেকার ও বালকৃষ্ণ চাপেকার
D) Prafulla Chaki, Khudiram Bose/ প্রফুল্ল চাকি ও ক্ষুদিরাম বসু

29) গান্ধীযুগের দিকে সরোজিনী নাইডু কাকে বলেছিলেন 'Ambassador of Hindu Muslim Unity’
A) এম এ জিন্না
B) এ কে আজাদ
C) সৈয়দ আহম্মদ আলি
D) খান আবদুল গফফর খান

30) উইলিয়ম কেরীর প্রধান কর্মকান্ডসমূহ কোন অঞ্চলকে কেন্দ্র করে পরিচালিত হয়েছিল ?
A) কলকাতা
B) হাওড়া
C) শ্রীরামপুর
D) চুঁচুড়া

31) নিম্নের কোনটি সঠিকভাবে যুক্ত করা হয়নি
A) চিরস্থায়ী বন্দোবস্ত : লর্ড কর্ণওয়ালিশ
B) অধীনতা মূলক মিত্রতা নীতি : লর্ড ওয়েলেসলী
C) স্বত্ববিলোপ নীতি : লর্ড ডালহৌসী
D) বাংলার প্রথম বিভক্তিকরণ : লর্ড আরউইন

32) ভারতে বয়েজ স্কাউট আন্দোলন কে শুরু করেন ?
A) বাডেন পাওয়েল
B) হেনরি ডুরান্ট
C) অলিভার ম্যাক্স
D) অ্যানি পারকিন্স

33) গান্ধীজির মতে প্রথম সত্যাগ্রহী কে?
A) মদনমোহন মালব্য
B) গোপালকৃষ্ণ গোখলে
C) দিগম্বর বিষ্ণু পালুসকর
D) বিনোবা ভাবে

34) রামপ্রসাদ বিসমিল, রোশনলাল এবং আসফাকউল্লা এদের নাম কোন্ ঘটনার সাথে জড়িত?
A) অলিন্দ যুদ্ধ
B) কোমাগাথামারু জাহাজ
C) কাকোরি ষড়যন্ত্র
D) বড় ডাকাতি

35) অক্টারলোনি মনুমেন্টের বর্তমান নাম কি?
A) শহীদ মিনার
B) মুম্বাই চার্চ গেট
C) সেন্ট জর্জ ফোর্ট
D) ট্রাফালগার স্কোয়ার

36) ‘গেটওয়ে অব ইন্ডিয়া’ কত সালে নির্মিত হয় ?
A) 1910 সালে
B) 1911 সালে
C) 1912 সালে
D) 1919 সালে

37) মহাত্মা গান্ধীর সেবাগ্রাম আশ্রমটি কোথায় অবস্থিত?
A) গান্ধীনগর (গুজরাট)
B) ওয়ার্ধা (মহারাষ্ট্র)
C) শোলাপুর (মহারাষ্ট্র)
D) ভূপাল (মঃ প্রঃ)

38) কি কারণে গান্ধীজী ভারতে সর্বপ্রথম অনশন শুরু করেছিলেন?
A) চম্পারণ সত্যাগ্রহের সময়
B) খেদা চাষীদের সমর্থনে
C) হরিজনদের উন্নতি সাধনে
D) লবন কর অপসারণের জন্য

39) What is the meaning of ‘Ghadar‘? / ‘গদর’ কথাটির অর্থ হল—
A) Revolt/ বিপ্লব
B) Independence/ স্বাধীনতা
C) Swaraj/ স্বরাজ
D) Liberation/ মুক্তি

40) ব্রিটিশ ভারতে শ্রমিকদের সার্বিক উন্নয়নের জন্য কোন কমিশন গঠন করা হয়েছিল ?
A) হান্টার কমিশন
B) উড কমিশন
C) ব্রিয়ারলি কমিশন
D) হুইটলি কমিশন